শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

কম্পিউটারে কঠিন ভাইরাস


var adfly_id = 7992190;
আমার কম্পিউটারে কঠিন ভাইরাস ! জানা থাকলে আপনারা সাহায্যে করুন। অপারেটিং এক্সপি। বেশ কিছুদিন ধরে একটা অজানা ভাইরাস বাসা বেধেছে। কোনো এন্টিভাইরাসে সনাক্ত করতে পারে না। তাই আইটি ভাইদের শরণাপন্ন হলাম।
var adfly_id = 7992190;
সমস্যা : মাই কম্পিউটার অপেন করে কোনো ড্রাইভে ডান বাটন ক্লিক করলে দেখায় REvolution 4, RI-IR thinx 5mART Lee। তখন REvolution 4 তে ক্লিক করলে ড্রাইভ অপেন হয় তবে DOS এর মত একটি প্রোগ্রাম অপেন হয়ে ড্রাইভটি অপনে হয়। কিন্তু এই প্রতিবার ক্লিকের সাথে ডাইভে থাকা সব ধরনের ফাইল অজান্তে ডিলেট হয়ে যায়। এবং নিচে আরো একটা নতুন লোকাল ড্রাইভ সৃষ্টি করে।
var adfly_id = 7992190;
কিন্তু ওই ড্রাইভে কোন ফাইল থাকেনা। একই সমস্যা RI-IR thinx 5mART Lee। তার মানে Open = REvolution 4 এবং Explore = RI-IR thinx 5mART Lee।

উল্লেখ্য যে, নতুন করে শুধু এক্সপি সেটআপ দিলেও সমাধান হয় না। এমতাবস্থায় প্রযুক্তি প্রেমিরা উপরোক্ত সমস্যার সমাধান দিবেন বলে আমি আশা রাখি।
var adfly_id = 7992190;

কোন মন্তব্য নেই: