শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

পাসওয়ার্ড ছারাই কম্পিউটার ওপেন করুন


আপনি যদি অতি ভদ্র হন তাহলে এই পেজ টা close করে দিন...কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না ।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে password ছাড়া win xp, win vista, win 7, win 8 এর 32/64bit ওপেন  করবেন।

এই কাজের জন্য আমাদের যা যা লাগবে-
১. একটা Pen drive/CD/DVD .
  1. এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন
  • প্রথমে পেনড্রাইভটি ফরমেট দিয়া নিন। প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক অথবা অন্য কোথাও কপি করে নিন।
  • এবার ফাইলটি Extract করুন। দরকার হলে WinRAR ডাউনলোড করুন।
  • এখন আবার Kon-BootUSB.rar Extract করুন।
  • এবার USB_INSTALL.vbs ওপেন করুন। এই কাজের সময় শুধু মাত্র যে পেন
  • ড্রাইভটি ব্যবহার করবেন সেই পেনড্রাইভটি ছাড়া অন্য সব পেনড্রাইভ বা মেমোরি কার্ড বা storage device গুলো খুলে রাখুন।এবার ok বাটন ক্লিক করুন। এবং আপনি দেখবেন your kon-boot on usb is ready এবং ok ক্লিক করুন।
  • এখন আপনি আপনার পেনড্রাইভ এ ৩টি ফাইল দেখবেন।এগুলো hidden করে রাখুন। কম্পিউটার এর কাজ শেষ।
  • এখন যে কম্পিউটার টি আপনি password ছাড়া খুলতে চান সেই কম্পিউটার এ নিয়া পেন ড্রাইভটি লাগান। এবং MotherBoard company’r Logo আসলে F10,Esc বাটন প্রেস করুন Boot Options আনুন। (বিভিন্ন computer এর বিভিন্ন টা হয়ে থাকে)
  • এখন list থেকে আপনার পেনড্রাইভটি select করুন।

যদি boot option না থাকে তাহলে computer চালু হওয়ার সাথেসাথে DEL button press করে bios setup এ যান।

Bios setup থাকে advanced BIOS features থাকে First boot device এ removable সিলেক্ট করুন।

এখন ENTER press করুন এবং F10 Press করে এর পর  Y press করে enter press করুন।

এখন Computer restart হবে।
এখন list থেকে kon-boot  select  করুনএখন logo আসবে এরপর উইন্ডোজ এর logo আসবে। এখন যদি password চায় তাহলে শুধু Enter প্রেস করুন।
কাজ শেষ।
আমি win xp sp2, win 7 ultimate(32/64bit), win 8 ultimate(64bit) টেস্ট করসি এবং কাজ করসে।
কোন problem হলে নিচে comment করুন।

কোন মন্তব্য নেই: