শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

Facebook and Mail Hacking- in bangla

ইন্টারনেটে আমরা ইমেইল বা ফেসবুক হ্যাক এত করতে সবাই কম বেশি আগ্রহী বা হ্যাক করার পদ্বতি খুজতেছি।যেহেতু আমরা প্রফেশনাল হ্যাকার না তাই প্রাথমিক পর্যায় থেকেই হ্যাকিং এর খুটিনাটি জেনে নেয়া ভাল এবং এ ব্যাপারে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। ইন্টারনেটে মেইল বা ফেসবুক হ্যাকিং এর অনেক পদ্বতি আছে যা শুধু মানুষের সাথে প্রতারনা মাত্র।এরকম কিছু উপায় নিয়েই আমার টিউন ক্ষুদে হ্যাকারদের সাথে শেয়ার করব যাতে করে পরবর্তীতে এসব প্রতারণার সম্মূখীন না হই বা উল্টো নিজের একাউন্টই যেন হ্যাক না হয়। আমিও যেহেতু ছোট-খাট হ্যাকিং পাগল তাই অনেক সময় হ্যাকিং করতে গিয়ে এরকম প্রতারনার সম্মুখিন হয়েছি।এখন ইদানিং বিভিন্ন ওয়েবসাইট বা ফ্রি ব্লগ হ্যাকিং নিয়ে article লিখে যাচ্ছে যা বেশিরভাগ ক্ষেত্রেই তা মানুষদের সাথে প্রতারনা করে থাকে বিভিন্ন উপায়ে।চলুন কয়েকটি উপায় আপনাদের সাথে শেয়ার করা যাক।

আসুন শুরুতে বাঙ্গালিদের কপি পেস্ট করার ঐতিহ্য রক্ষার্থে একটা কপি পেস্ট কৌতুক পাঠ করে নেই......।
স্বামী স্ত্রী এর মাঝে কথপকোথন যারা দুজনই কম্পিউটার প্রোগামার
  • স্ত্রীঃ রহিম.husband শুনছ? আমার সিস্টেমে 2.0baby.child ইন্সটল হয়েছে successfully
  • স্মমীঃ হুমম...নিউ ভার্সন বেবি run করার পর্যাপ্ত requirements আমার নেই। মনে হয়
  • I accept করাটা Error ছিল। দেখত system restore করা যায় কিনা!

টিউনালোচ্য বিষয়ঃ

  • ১।ফ্রী হ্যাকিং সফটওয়ার প্রতারনা
  • ২।হ্যাকিং বিষয়ক ওয়েবসাইটের প্রতারনা
  • ৩।ইমেইল হ্যাকিং প্রতারনা

কোন মন্তব্য নেই: