শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

কিভাবে হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন?

অনেক সময় আমাদের হার্ডডিস্কের কোনো পার্টিশনে নানা কারনে খালি জায়গা কমে যায়।তখন অন্য কোন পার্টিশন থেকে খালি জায়গা(ফ্রী স্পেস) আনার প্রয়োজন হয়।অনেকে ঝামেলা মনে করে একাজ করতে চায় না।তবে এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর ব্যবহার করে একাজটি খুব সহজে করা যায়।
নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।
Image Hosted by  ImageShack.us
যে ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তাতে ক্লিক করুন।
Image Hosted by  ImageShack.us
আমি এফ(F) ডাইভ সিলেক্ট করেছি।এখানে আমি মুভি জমা রাখি।
Image Hosted by  ImageShack.us
এবার যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তাতে টিক দিন।তারপর নেক্সট এ ক্লিক করুন।
Image Hosted by  ImageShack.us
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।এই ধাপে আপনাকে দেখাবে ড্রাইভের মিনিমাম স্পেস(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস) এবং ড্রাইভের ম্যাক্সিমাম স্পেস “(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস+ সোর্স ড্রাইভের ফ্রী স্পেস[যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন])”।আমি পরামর্শ দিব ড্রাইভের সম্পূর্ন স্পেস না নিয়ে ৫-৬ জিবি স্পেস বাড়াতে।তাতে সোর্স ড্রাইভের ফ্রী স্পেস নিয়েও ভবিষ্যতে সমস্যা হবে না।উদাহরনঃ ডাইভের জায়গা যদি ৪৫ জিবি হয় তাহলে তা বাড়িয়ে ৫০ জিবি করা যেতে পারে।আর যদি আপনার হার্ডডিস্কে যথেস্ট জায়গা থাকে তা হলে ইচ্ছেমত জায়গা বাড়ানো যেতে পারে।টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের হার্ডডিস্কে যথেষ্ট পরিমান জায়গা নেই।
Image Hosted by  ImageShack.us
Image Hosted by  ImageShack.us
এখন আপনি ফিনিশ এ ক্লিক করার সাথে সাথে কোনো প্রসেস ছাড়াই মেইন উইন্ডোতে চলে যাবে।এক্রোনিজ আপনার অপারেশনকে পেন্ডিং রাখবে যাতে আপনি অন্য কোন পার্টিশনের স্পেস বাড়াতে,কমাতে পারেন।
Image Hosted by  ImageShack.us
এখন পানি মেইন উইন্ডোতে ফ্লাগ বাটনে ক্লিক করুন।
Image Hosted by  ImageShack.us
এখন যে উইন্ডো খুলবে তাতে ‘প্রোসিড’ বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক বাকী কাজ শেষ হয়ে রিস্টার্ট নিবে।রিস্টার্ট শেষে কম্পিউটার উপেন হলে মাই কম্পিউটার খুলে ড্রাইভ স্পেস চেক করুন দেখবেন যে ড্রাইভের স্পেস বাড়িয়েছিলেন তা আপনার চাহিদা মত বেড়েছে।
এটা উইন্ডোজ এক্সপিতে দেখানো।ভিস্তা ও 7 এও একই ভাবে হবে।
DOWNLOAD

Acronis Disk Director Suite

কোন মন্তব্য নেই: