শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

নিজেই তৈরী করুন পোর্টেবল সফটওয়্যার। দেখুন কি মজা পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করে।

আশা করে সবাই ভাল আছেন, সব সময় ভাল থাকুন এই কামনা নিয়েই আজকের পোস্ট শুরু করলাম, আজকে আপনাদেরকে দেখাব কিভাবে
portable sofware তৈরি করবেন portable মানে কি আশা করে কাউকে নতুন করে বুঝাতে হবেনা, তারপরও যারা নতুন তাদের জন্য

একটু আলোচনা করতেছি, আসলে portable অর্থ হল সহজে বহন যোগ্য, আর portable software আর্থ হল সহজে বহন যোগ্য software,
অর্থাৎ যে software টি আমরা pen drive এ করে যে কোন pc তে use করতে পারি কোন প্রকার ঝামেলা ছাড়াএক কথায় মানে সহজ
ভাষায় হল যে software টি install বা setup দিতে হয়নাআসুন এবার দেখি কিভাবে আমরা portable software তৈরি করবো?
প্রথমে vmware thinapp নামের software টি download করে নিন এখান থেকে, license key এর জন্য এখানে ক্লিক করুন
এবার software টি install করে open করুন, নিচে দেখুন……

open করার পর next এ ক্লিক করে prescan এ ক্লিক করুন, নিচে দেখুন……
prescan এ ক্লিক করার পর কিছুক্ষন prescanning হবে, তারপর prescanning সম্পূর্ণ হলে software টি minimize করে রাখুন
এবার আপনি যে software টি portable বানাতে চান সেটা install করুন সাধারন software এর মতই, (তার আগে অবশ্যই আপনাকে
software টি remove বা uninstall করে ফেলতে হবে যদি install করা থাকে।) যেমন আমি microsoft office 2003 কে portable
বানাতে চাচ্ছি তাই আমি micrsoft office 2003 ইন্সটল করলাম
এবার minimize করা software টি উঠান, তারপর postcan এ ক্লিক করুন, নিচে দেখুন……
postcan এ ক্লিক করার পর কিছুক্ষন postcanning হবে, তারপর এখন আপনি যে software টি install করলেন সেই software এর
সবগুল ফাইল show করবে, সেখান থেকে আপনার যে যে ফাইল দরকার সেগুলো রেখে বাকি গুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিননিচে দেখুন
আমি microsoft office 2003 কে setup দিয়েছিলাম তাই এখানে microsoft office 2003 এর সবগুলো ফাইল show করতেছে,
এখানে আমার প্রয়জন হল word, excel, access, power point, তাই এগুলো রেখে বাকি সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিলাম,
নিচের ছবিটা দেখুন…………………
এরার বার next ক্লিক করার পরে save বাটনে ক্লিক করুন, নিচে দেখুন……
save এ ক্লিক করার পরে কিছুক্ষন অপেক্ষা করুন, তারপর next এ ক্লিক করুন, নিচে দেখুন………
এবার build এ ক্লিক করুন, নিচে দেখুন…………
আবার কিছুক্ষন অপেক্ষা করুন, এবং সর্বশেষ finish বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার software টি
portable এ রুপান্তর হয়ে অটোমেটিক একটি নতুন window তে show করবে, সেখান থেকে move করে আপনার পছন্দের যে
কোন folder এ রেখে দিনঅথবা c drive এর program file এর ভিতর vmware থেকে bin নামের folder থেকে
software টি move করে নিতে পারেনএবার এখন install করা software টি c drive থেকে uninstall করে দিন, যেমন আমি
microsoft office 2003 কে uninstall করে দিলামএবং উপভোগ করতে থাকুন নিজের তৈরি করা portable software,
install বা setup ছাড়া, এক কথায় ঝামেলা বিহীন

কোন মন্তব্য নেই: